ওঁ নমঃ শিবায়,
ভগবান শিব সৃষ্টির আদি। তিনি সংহার কর্তা আবার তিনি সর্বদা সৃষ্টিকে রক্ষা করেন। অমর হবার জন্য দেব এবং দানবরা মিলিত ভাবে সুমদ্র মন্থন করেন। সেই সময় তীব্র হলাহল বিষ উঠতে থাকে। এর ফলে সৃষ্টি ধংশের পথে তখন সমস্ত দেবতারা পৃথিবীকে রক্ষার জন্য ভগবান শিবের নিকট প্রার্থনা করেন। ভগবান শিব নিজ কন্ঠে তীব্র বিষ ধারণ করে সৃষ্টিকে ধংশের হাত থেকে রক্ষা করেন।তাই শিবের নাম নীলকন্ঠ। জলের আর এক নাম জীবন।সমস্ত শিবভক্তরা শিবের মাথায় জল ঢেলে অর্থাৎ শিবের কাছে নিজেকে সর্মাপন করা। ভগবান শিব বিনিময়ে ভক্তকে সুস্থ রোগমুক্ত সুন্দর সুগঠন শক্তিশালী ও তেজস্বী হবার আশির্বাদ দেন।জরা ব্যাধি কখনো শিব ভক্তকে পর্শ করতে পারে না। কথিত আছে মা পার্বতী জল দিয়ে শিব পূজা করে শিবকে পতি রূপে পান। তাই বর্তমানে মেয়েরা শিবের ন্যায় পতি পাবার জন্য ভগবান শিবের মাথায় জল দেয়। সমস্ত বয়সে ছেলে ও মেয়েরা শিবের মাথায় জল ঢালে।
জয় হর পার্বতীর জয়।