ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যিনি কখন কর্মফলের আশা চিন্তা করে না, সর্বদা দেখেশুনে নিজের কাজকর্ম সম্পর্ন করে, নিজের কর্তব্য পালন করে , অর্থাৎ যে ব্যক্তি কর্মফলের আবদ্ধ না থেকে কর্মফলের আসক্তি পরিত্যাগ করেছে তিনি সন্নাসী তিনি পরম শান্তি লাভ করে। সংসারে থাকিয়া যিনি কোনো কাজ কর্ম করে না তিনি কখনো সন্নাসী হতে পারে না।