রাবণ বলছে জানো লক্ষণ আমার দুইটি ভালো কাজ করার ইচ্ছা হয়েছিল। গরীব দুঃখীদের কষ্টো দূর করার জন্য সাগরের জলকে ক্ষীর বানিয়ে দেবো তাহলে তাদের আর দঃক্ষ থাকবে না,আর পাপি মানুষদের যমালয়ে শাস্তি দেখে স্বর্গে সিঁড়ি বানিয়ে দেবো তাহলে পাপি মানুষের আর শাশ্তি পাবে না। তখন অবহেলা করেছিলাম, কিন্তু সীতাকে পাঠরানী করবো ভেবে সঙ্গে সঙ্গে সীতাকে হরণ করা,তাই আজ তোমাদের হাতে আমার এই অবস্থা। তাই বলছি শোন লক্ষন শ্তভ চিন্তা ভাবনা তৎক্ষনাৎ করতে হয়, আর খারাপ চিন্তা মাথায় এলে সময় কাটিয়ে দিতে হয়।