এই নিখিল বিশ্বে আমরা এবং সমস্ত কিছু ভগবানের সৃষ্টি। প্রথমে ছিলো রুদ্র অর্থাৎ ভগবান শিব, তিনি সব্বজ্ঞ অপরাজিত অনাদির আদি, সকল জীব এবং পঞ্চভূত তিনি সৃষ্টি করেছে। তাঁর মায়ার জন্ম হয় সৃষ্টি কর্তা ব্রহ্মাদেব এবং পালন কর্তা বিষ্ণুদেব তিনি সর্বদা আনন্দে সমস্ত জীবের মধ্যে বিরাজ করে। ভগবান শিব বলে ভক্তি সহকারে শিবলিঙ্গ পুজো করলে তাতে সকল দেবদেবীর পুজো হয়। শক্তি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের একত্রিত মিলিত রূপ হল শিবলিঙ্গ। যে জন শিবলিঙ্গ পুজো করে সে আমার সবচেয়ে বেশি প্রিয়,আমার কৃপা সে সবসময় পায়। যে প্রতিদিন বিধানে ভক্তি করে শিবলিঙ্গ পজো করে তার সমস্ত পাপ নাশ হয়। জরা ব্যাধি মিত্যু তাকে পর্শ করতে পারে না। অন্তিমে স্বর্গ ধার্মে য়ায এবং তার পছন্দের যে কোনো স্থানে দীর্ঘ সময় কাটাতে পারে স্বর্গীয় সুখ ভোগ করে। ইহালোকে আর ফিরে আসতে হয় না। শিবলিঙ্গ দর্শণ করলে ও পাপ নাশ হয পূর্ণ ফল বারে।