সত্য কথা বলিলে বিপদ আসে কিন্তু অবশ্যই পরে সুন্দর সুখ শান্তি আসবে।

অহংকার করিলে পতন হবে, পাপ করিলে ধংশ হবে, সত্য কথা বলিলে বিপদ আসে কিন্তু অবশ্যই সুন্দর সুখ ও শান্তি আসে, দেব দৈত্য ও মানুষ সবার ক্ষেত্রে আজ ও চলছে। যেমন দৈত্যরাজ বলি ভৃগুবংশীয় গুরু শুক্রাচাযের শিষ্যত্ব গ্ৰহন করে গুরুর কাছে স্বর্গ রাজ্য জয়ের ইচ্ছা প্রকাশ করে। গুরু শুক্রাচায্য তাকে বিশ্বজিত নামক যজ্ঞ করতে বলে। সঙ্গে সঙ্গে রাজা বলি যজ্ঞের আয়োজন করে এবং যজ্ঞ সম্পন্ন করে। যজ্ঞ কুণ্ড হতে সোনার রথ, কতিপয় অশ্ব, ধ্বজা শর, ও দিব্য কবচ পায়। তার পর দৈত্যরাজ সৈন্য নিয়ে ইন্দ্রপুরীর চারিদিক অবরুদ্ধ করে। এবং শুক্রাচায্য থেকে পাওয়া মহাশব্দকারী শঙ্খ বাজায়। শব্দ শুনে দেব রমনীরা ভয় পায়। দেবরাজ ইন্দ্র উদ্ধিগ্ন হয়ে দেবগুরু বৃহস্পতির স্বরনাপন্দ হয়। গুরু বৃহস্পতি বলে দৈত্যরাজ বলি এখন ব্রহ্ম তেজস্বী তাই শ্রী হরি ছাড়া কেউ তাঁকে দমন করতে পারবে না। প্রবল পরাক্রমশালী দৈত্যরাজ বলি বিনা বাধায় স্বর্গ রাজ্য অধিকার করে। অহংকারে তার আর যেন মাটিতে পা পরে না। মহা আনন্দে শত অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করে। দেবতাদের করুন অবস্থা দেখে কশ্যপ মুনি তাঁর স্ত্রী অদিতিকে পয়োব্রত নামক ব্রত পালন করে শ্রী হরির স্তব পাঠ করতে বলে। তপস্যার তুষ্ট হয়ে শ্রী হরি, দৈত্যরাজকে দমন করতে অদিতীর গভে বামন রূপে জন্মগ্ৰহন করে। যথাকালে কশ্যপ মুনি পুত্রের উপনয়ণ সংস্কার সস্পআদন করে। এরপর ছোট্র বামনদের ভিক্ষাপাত্র হাতে নিয়ে বলিরাজার যজ্ঞালয়ে উপস্থিত হয়। বামনদেবকে নমস্কার জানিয়ে বলেন আপনার আগমনে আমার পিতৃপুরুষগন তৃপ্ত হলেন, কুল পবিত্র হলো, আমার যজ্ঞ সুসম্পন্ন হলো, আপনার দশনে আমার পাপ বিনষ্ট হলো, সমগ্ৰ পৃথিবী প্রবীত্র হলো। উওম আসনে বসিয়ে চরন ধোয়ালেন এবং চরনধোয়া জল মাথায় ধারন করলেন। দৈত্যরাজ বলি বলে হে ব্রহ্মান এই সুবর্ণ, গো, অশ্ব, হস্তী, অন্ম, পানীয় যা ইচ্ছা আপনি বলুন আমি আপনাকে দান করবো। বামনদেব বলে আপনি দবতাগনের মধ্যে শেষ্ট, একজন প্রক্ষাত দানবীর, আপনার পূর্বপুরুষ প্রহ্লাদ ছিল মহান দাতা, পিতা বিরোচন দেবতাদের নিজের আয়ু দান করেছিলেন, আপনি ও মহাধামিক। কেবল মাত্র আমার এই পায়ের ত্রিপাদ ভূমি দান করুন। দৈত্যরাজ বলি বলে আমি দানবীর আমার সমকক্ষ আর কেউ নেই। আপনি নিতন্ত বালক তাই বলছি বেশি কিছু প্রার্থনা করুন। লোকচক্ষুর অন্তরালে শ্রী হরির চোখে ধরা পরলো দৈত্যরাজের দম্ভ ও অহংকার। বামনরূপী শ্রী হরি বলে তিন পা রাখার জায়গা পেলে আমি সুখি হবো তার বেশি আমার প্রয়োজন নেই, আপনার কথা রক্ষা করুন। দৈত্যরাজ বলি হাসতে হাসতে ত্রিপাদ ভূমি দান করতে যাবেন হঠাৎ দৈত্যগুরু শুক্রাচায্য বলে বন্ধ করো দান, বামনরূপী বালক হলো স্বয়ং শ্রী হরি মায়াবলে তোমার রাজ্য, যশ, বিদ্যা সমস্ত অধিকার করবেন। দৈত্যরাজ বলি বলে গুরুদেব ঠিক বলেছেন কিন্তু অসত্য থেকে বড় অধম আর নেই। এই বলে দৈত্যরাজ বলি বামনদেবকে ভূমি দান করলেন। গুরুদেব রেগে গিয়ে দৈত্যরাজ বলিকে অভিশাপ দেন বলেন তুমি শ্রীভ্রষ্ট হবে। সর্বদা সত্য কথা বলা উচিত কিন্তু বিশেষ অবস্থায় মিথ্যা কথা বলিলে কোন দোশ হয় না। ঠিক সেই মুহূর্তে বামনদেব এক বিশাল শরীর ধারন করে এক পা পৃথিবীতে দ্বিতীয় পা দ্বারা স্বর্গ লোক, শরীর দ্বারা আকাশ মণ্ডল ও বাহু দিয়ে সমস্ত দিক অধিকার করে ফেললেন। তার পর নাভিস্থল থেকে তৃতীয় পাদ বাহির করিয়া বলিল দৈত্যরাজ বলি তৃতীয় পা রাখার স্থান দাও। রাজা বলি কাঁপতে কাঁপতে ঘামতে লাগলো দৈত্যরাজ বলে আপনি আমার সমস্ত কিছু অধিকার করে নিয়েছেন, এখন তৃতীয় পা আমার মাথার উপরে স্থাপন করুন। ইতিমধ্যে পিতামহ প্রহ্লাদ, বলির পত্মী বিন্ধাবলি ও ব্রহ্মা, দৈত্যরাজ বলিকে শাপ মুক্ত করে দেবার জন্য শ্রী হরির নিকট প্রার্থনা করেন। শ্রী হরি বলেন গুরু কতৃক তিরস্কৃত হয়ে ও বলি সত্যকে পরিত্যাগ করেনি, তাই আমি স্থির করে রেখেছি দেবদুলভ স্থান সুতললোক বলিকে প্রদান করবো। যারা সুতললোকে বাস করে তাদের মনঃপীড়া, দেহপীড়া, ক্লান্তি, অলস্য কখনো আসে না। এরপর শ্রী হরি দৈত্যরাজ বলিকে মুক্তি দিয়ে বললো তুমি সুতললোকে যাও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top