দেবী কালী -: হিন্দু ধর্মে অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান দেবী হলেন মা কালী। তিনি আদ্যাশক্তি, মহামায়া, ধ্বংস এবং সৃষ্টির দেবী হিসেবে পরিচিত। তাহার উৎপত্তি, রূপ এবং পূজার ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। যন্ত্র সাধনার ক্ষেত্রে কালী পূজার বিশেষভাবে উল্লেখযোগ্য।
মা কালীর উৎপত্তি -:
(১) দেবী দুর্গা থেকে কালীর উৎপত্তি – দেবী মহাত্ম্যম নামক গ্ৰন্থে বর্ণিত আছে যে মহিষাসুরদের বধ করার সময় দেবী দুর্গার ক্রোধে তাঁর তৃতীয় নয়ন থেকে কালো রঙের আগুন বের হয়। সেই আগুন থেকেই ক্রুদ্ধ কালো কালীর উৎপত্তি হয়।তখন মা কালী অসুরদের বিনাশ করেন।
(২) রক্তবীজের বিনাশ -:এট অমরত্ব অসুর রক্তবীজ,যার রক্ত মাটিতে পড়ায় সাথে সাথে সেই রক্ত থেকে নতুন অসুরের জন্ম হয়।মা কালী,ছিন্নমস্তা কালী রুপ ধারণ করে রক্তবীজের মুণ্ডকাটেন, তাঁর রক্ত মাটিতে পড়ার আগেই সেই রক্ত মা কালী পান করে নেন।এই ভাবে তিনি রক্তবীজ অসুরকে বধ করেন।
শ্যামা কালী-: মা কালীর বিভিন্ন রূপের মধ্যে অন্যতম এক রূপ হলো শ্যামা কালী । এই রূপে পূজা করার প্রচলন সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের হয়।শ্যামা কালী পূজার ইতিহাস বহু প্রাচীন, পুরান ও তন্ত্র সাহিত্যে তার উল্লেখ আছে। তিনি ভগবান শিবের স্ত্রী দূর্গার আর এক রূপ কালী।এই রূপে তিনি অসুরদের বিনাশ করেন। সনাতন ধর্মের তিনি তান্ত্রিক দেবী, যিনি শক্তির প্রতীক, তিনি মহামায়া, তিনি সৃষ্টির উৎস আবার সমস্ত কিছু ধ্বংসের দেবী। তাঁকে তুষ্ট করিলে সকল বাঁধা, দুঃখ এবং কষ্ট দূর হবে।
শ্যামা কালীর রূপ -: দেবী কালীর সাধারণত দেহের রঙ কৃষ্ণবর্ণে হয় আবার নীল রঙের হয়,চারটি হাত এক হাতে অস্ত আর এক হাতে অসুরের কাটা মুণ্ড তাহার গলায় অসুরদের কাটা মুণ্ডমালা এবং কোমরে অসুরদের কাটা হাতের কোমরবন্ধ থাকে। এলোকেশী ,জিভ বের করা, মুখমন্ডল উন্মুক্ত এবং পদতলে দেবাদিদেব মহাদেব, দুই পাশে দাঁড়িয়ে ডাকিনী ও যোগিনী ।
শ্যামা কালি পূজার কি কি দ্রব্য লাগবে :- সিন্দুর, শুরু, পুজক ও তন্ত্রধারকের বরণ বস্ত, বরণাঙ্গুরীয়ক, বরণডালা, (যাঁহাদের অধিবাস করা কুলাচার আছে তাঁহাদের), যজ্ঞোপবীত . তিল, হরিতকী, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, পদ্মশস্য, পঞ্চরত্ব, পঞ্চপল্লব, ঘট, একসরা আতপচাউল, কুণ্ডহাঁড়ি, তেকাঠা, দর্পণ, সশীয় ডাব, তীর, ঘটাচ্ছাদন গামছা, শ্যামাপূজার শাড়ী, মহাকালের ধুতি, বিষ্ণুপুজার ধুতি, আসনাঙ্গুরীয়ক, মধুপর্কের বাটী, দধি, মধু, চিনি, পুষ্প, দূর্ব্বা, তুলসী, বিশ্বপত্রমাল্য, থালা, ঘট, লোহা, নখ, শঙ্খ, সিন্দুরচুবড়ি, বালি, কাষ্ঠ, খোড়কে, গব্যঘৃত,
হোমের বিশ্বপত্র, ভোগের দ্রব্যাদি, কপূর, পান, পানের মশলা, বলির জন্য ছাগল,আরতি, সাজ।
শ্যামা কালি পূজার পালনের নিয়ম -: ভক্তরা আগের দিন নিরামিষ আহার এবং পূজার দিন উপবাস থেকে দেবী কালীর আশির্বাদ প্রার্থনা করা।
ধ্যান মন্ত্র -: ওঁ করালবদনাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাম্। কালিকাং দক্ষিণাং দিব্যাং মুণ্ডমালা বিভূষিতাম্ ॥ সদ্যশ্ছন্ন শিরঃ খড়্গ বামাধোদ্ধকরাম্বুজাম্। অভয়ং বরদঞ্চৈব দক্ষিণাধোদ্ধপাণিকাম্ ।। মহামেঘপ্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরীম্। কণ্ঠাবসক্তমুণ্ডালী গলদরুধিচিতাম । কর্ণাবতংসতানীত শবযুগ্মভয়ানকাম্। ঘোরদংষ্ট্রাং করালাস্যাং পীনোন্নত পয়োধরাম্ ॥ শবানাং করসঙঘাতৈঃ কৃতকাঞ্চীং হসন্মুখীম্। সৃক্কদ্বয়গলদ্রক্তধারাবিস্ফুরিতাননাম্ ॥ ঘোররাবাং মহারৌদ্রীং শ্মশানালয়বাসিনীম্। বালার্কমণ্ডলাকার-লোচন-ত্রিতয়ান্বিতাম্ ॥
দস্তুরাং দক্ষিণব্যাপিমুক্তালম্বিকচোর্চ্চয়াম্। শবরূপ-মহাদেব হৃদয়োপরিসংস্থিতাম্। শিবাভির্ঘোররাবাভিশ্চতুর্দিক্ষু সমন্বিতাম্ মহাকালেন চ সমং বিপরীতরতাতুরাম্ ॥ সুখপ্রসন্নবদনাং স্মেরাননসরোরুহাম্। এবং সঞ্চিন্তয়েৎ কালীং ধৰ্ম্মকামার্থসিদ্ধিদাম্ ॥
পূজার মন্ত্র -: এতে গন্ধপুষ্পে ওঁ শ্রীমদ্ দক্ষিণাকালিকায়ৈ নমঃ।
বীজমন্ত্র -: হ্রীং।
মূলমন্ত্র -: ক্রীং অথবা – ক্রীং ক্রীং হূং হূং হ্রীং হ্রীং দক্ষিণেকালিকে ক্রীং ক্রীং হূং হূং হ্রীং হ্রীং স্বাহা।
গায়ত্রী মন্ত্র -: কালিকায়ৈ বিদ্মহে শ্মশানবাসিন্যৈ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ।
পুষ্পাঞ্জলি মন্ত্র -:
প্রথমবার-: ওঁ কালি কালি মহাকালি কাকলিকে পাপহারিণি।ধর্মকামপ্রদে দেবী নারায়ণী নমোহস্তুতে।মহিষঘ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী।আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমোহস্তূতে।এষ সচন্দ গণ্ধপুস্প পুষ্পাঞ্জলিঃ শ্রীমদ্দক্ষিণকালিকায়ৈ নমঃ।
দ্বিতীয়বার -: ওঁ সর্বমঙ্গালমন্সাল্যে শিবে সর্বার্থসাধিকে। উমে ব্রহ্মাণি কোমারি বিশ্বরূপে প্রসীদ মে। ভগবতি ভয়চ্ছেদে কাত্যায়নি চ কামদে। কালকৃৎ কৌশিকি ত্বং হি কাত্যায়নি নমোহস্তুতে। এষ সচন্দ গণ্ধপুস্প পুষ্পাঞ্জলি শ্রীমদ্দক্ষিণকালিকায়ৈ নমঃ।
তৃতীয়বার -: ওঁ প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে। কুলদ্যোতকরে চোগ্রে জয়ং দেহি নমোৎজুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনি। গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোহস্তুতে। এয সচন্দ গণ্ধপুস্প পুষ্পাঞ্জলি শ্রীমদ্দক্ষিণকালিকায় নমঃ।
প্রণাম মন্ত্র-: ওঁ কালি কালি মহাকালি কালিকে পাপহারিণি। ধর্মার্থ মোক্ষদে দেবি নারায়ণি নমোহস্তুতে ।