ভগবান শিব

ওঁ নমঃ শিবায়

ভগবান শিব সর্বজ্ঞ অপরাজিত অনাদির আদি, সকল জীবের উদ্ভবের স্থান,তাহার বিশ্বতো বদন তিনি দেব পশুপতি,পরম পুরুষ তিনি বেদের বচন, ওঙ্কারাখ্য বলি তিনি বিখ্যাত ভূবনেতিনি সকল জ্ঞানের কর্তা তাহা হতে সৃষ্ট ত্রিবিধ মূর্তি তিনি পঞ্চভূতে সর্বভূত সৃজর্ন করেন তিনি জগতের হিতকারি যোগের কারন জ্বলন্ত অনল সম দ্বীপ তিনি দিগম্বর নারী – অদ্ধ – অঙ্গ ধারণ করিয়া নানা মতে নৃত্য করেন সে এক অপূর্ব দৃশ্য তিনি একান্ত অন্তর দিয়ে জগতকে রক্ষা করেন তাহার মহিমা অচিন্ত তিনি করুনাময় তিনি দেবতাদের দেব দেবাদিদেব মহেশশ্বর জয় জয় দেব দেব জয় দেবেরশ্বর তোমার চরণে শত কোটি প্রনাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top