দেবী অপরাজিতা

দেবী অপরাজিতা হলেন দেবী দুর্গার অনেক রূপের মধ্যে এক রূপ। অপরাজিতা কথায় অর্থ হলো অপরাজেয় অর্থাৎ যাকে কেউই পরাজিত করতে পারে না এই রূপ হলো অপরাজেয়,সর্বদা জয়ের, সৃষ্টিকে ধংশের হাত থেকে রক্ষা করে ধর্মকে প্রতিষ্ঠা করেন।

কবে পালন করা হয় -: বিজয়া দশমীর দিন দেবী দুর্গার বিসর্জনের পর বিজয় কামনা করে দেবী অপরাজিতার পূজা করা হয়।

কেন দেবী অপরাজিতার পূজো করা হয় -: আমাদের বিশ্বাস আছে এই পূজার জীবন যুদ্ধে জয়ী হয়। আমাদের লক্ষ্য বছর বছর যেন জীবন যুদ্ধে অপরাজেয় থাকতে পারি , সুখ, শান্তি, সমৃদ্ধি ও কামনা পুরণ হয়।

দেবী অপরাজিতার পূজো করার নিয়ম -: একটা তামার থালায় রক্তচন্দন লাগিয়ে অষ্টদল পদ্ম আঁতকে হবে এবং তার উপর মূলসহ শ্বেত অপরাজিতা লতা স্থাপন করে পূজা করা।

পূজার মন্ত্র -: ওঁ হ্রীং অপরাজিতায়ৈ নমঃ।

অপরাজিতার ধ্যান মন্ত্র -: ওঁ নীলোৎপলদলশ্যামাং ভুজগাভরণোজ্বলাম্। বালেন্দুমৌলিনীং দেবীং নয়নত্রিতয়াণ্বিতাম্ ।। শঙ্খ চক্রধরাং দেবীং বরদাং ভয়নাশিণীম্। পীনোত্তুঙ্গস্তনাং শ্যামাং বরপদ্মসুমালিনীম্ ।।

দেবী অপরাজিতা প্রার্থনা মন্ত্রঃ -: ওঁ চারুণা মুখপদ্মেন বিচিত্রকনকোজ্বলাং। জয়া দেবি শিবে ভক্ত্যা সর্বান্ কামান্ দদাতু মে।। ওঁ কাঞ্চনেন বিচিত্রেণ কেযুরেণ বিভূষিতা। বিজয়া চ মহাভাগা করোতু বিজয়ং মম ৷৷ ওঁ হারেণ সুবিচিত্রেণ ভাস্বৎ কনকমেখলা। অপরাজিতা রুদ্রলতা করোতু বিজয়ং মম। সর্বকামার্থসিদ্ধ্যর্থং তস্মাত্বং ধারয়াম্যহং। পূজিত্বয়ি শ্রেয়াপদেবি মমাণ্ডু দূরিতং হতঃ। প্রসন্নাহা ভবেয়ুর্মে ধনধান্যসমৃদ্ধয়ঃ ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top