কেন সোমবার ভগবান শিবের বার।

সৃষ্টি আদি হলো ভগবান শিব। এই মহাবিশ্বের প্রথম সৃষ্টি হলো ভগবান শিব শম্ভু, এই মহাবিশ্বের ছিলো কেবল শুধু জল আর অন্ধকার,জল ছাড়া আর কিছুই ছিলো না ছিলো না আলো। ভগবান শিব প্রয়োজনে সৃষ্টি করে ব্রহ্মা, বিষ্ণু, চন্দ্র আর সূর্যদেবকে।এর পর সৃষ্ট হয় শেওলা, লতানো গাছ, পড়ে ছোট ও বড় বৃক্ষ, সৃষ্টি হয় স্থলভাগ সৃষ্টি হয় ছোট ছোট কীট-পতঙ্গ,জীব জন্তু ক্রমে মানুষ। সপ্তাহের প্রথম দিন হলো সোমবার। সোম এর প্রতিশব্দ হলো চন্দ্র,ইন্দু, এবং বার এর প্রতিশব্দ দিবস তাই অনেক দেশ সোমবারকে চন্দ্রবার,ইন্দুবার,চান্দবার বলে।কোনকিছুর প্রথমটা সবচেয়ে বেশি প্রিয় হয়। সপ্তাহের প্রথম দিন সোমবার তাই ভাবলাম শিবের সোমবার সবচেয়ে বেশি প্রিয় বার। মতভেদ আছে মা পার্বতী সোমবার শিবের তপস্যা করে শিবকে পতি রূপে পায়। সপ্তাহের প্রথম দিন সোমবার আর হর-পার্বতীর প্রথম মিলন সোমবার।তাই সোমবার ভগবান শিবের সবচেয়ে বেশি প্রিয় বার।এই মহাবিশ্বের প্রথম সৃষ্টি শিব আর সপ্তাহের প্রথম দিন শিবের সবচেয়ে বেশি প্রিয় বার সোমবার তাই সোমবারকে ভগবান শিবের বার বলা হয়। সৃষ্টি আদি হলো ভগবান শিব। এই মহাবিশ্বের প্রথম সৃষ্টি হলো ভগবান শিব শম্ভু, এই মহাবিশ্বের ছিলো কেবল শুধু জল আর অন্ধকার, জল ছাড়া আর কিছুই ছিলো না ছিলো না আলো। ভগবান শিব প্রয়োজনে সৃষ্টি করে ব্রহ্মা, বিষ্ণু, চন্দ্র আর সূর্যদেবকে। এর পর সৃষ্ট হয় শেওলা, লতানো গাছ, পড়ে ছোট ও বড় বৃক্ষ, সৃষ্টি হয় স্থলভাগ সৃষ্টি হয় ছোট ছোট কীট-পতঙ্গ ,জীব জন্তু ক্রমে মানুষ। সপ্তাহের প্রথম দিন হলো সোমবার।সোম এর প্রতিশব্দ হলো চন্দ্র,ইন্দু, এবং বার এর প্রতিশব্দ দিবস তাই অনেক দেশ সোমবারকে চন্দ্রবার,ইন্দুবার,চান্দবার বলে। কোনকিছুর প্রথমটা সবচেয়ে বেশি প্রিয় হয়। সপ্তাহের প্রথম দিন সোমবার তাই ভাবলাম শিবের সোমবার সবচেয়ে বেশি প্রিয় বার। মতভেদ আছে মা পার্বতী সোমবার শিবের তপস্যা করে শিবকে পতি রূপে পায়। সপ্তাহের প্রথম দিন সোমবার আর হর-পার্বতীর প্রথম মিলন সোমবার। তাই সোমবার ভগবান শিবের সবচেয়ে বেশি প্রিয় বার।এই মহাবিশ্বের প্রথম সৃষ্টি শিব আর সপ্তাহের প্রথম দিন শিবের সবচেয়ে বেশি প্রিয় বার সোমবার তাই সোমবারকে ভগবান শিবের বার বলা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top