নগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগয় মহেশ্বরায়
নিত্য়ায় শুদ্বায় দিগম্বরায়
তস্মৈ “ন” কারায় নমঃ শিবায়।
মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায়
নন্দীশ্বয় প্রথম নাথ মহেশ্বরায়
মন্দায় মুখ্য় বহু পুস্প সুপূজিতায়
তস্মৈ “ম” কারায় নমঃ শিবায়।
শিবায় গৌরী বদনাজ বৃন্দ
সূর্যায় দক্ষাধ্বর নাশকতায়
শ্রী নীলকন্ঠায় বৃষভধ্বজায়
তস্মৈ “শি” কারায় নমঃ শিবায়।
বিশিষ্ট কুম্ভোদ্ভব গৌতমায়
মুনীদ্র দেবাচির্ত শেখায়
চন্দ্রার্ক বৈশ্বানার লোচনায়
তস্মৈ “ব” কারার নমঃ শিবায়
য়জ্ঞ স্বরূপায় জটাধারায়
পিনাক সস্তায় সনাতনায়
দিব্য়ায় দেবায় দিগম্বরায়
তস্মৈ “য়” কারায় নমঃ শিবায় ।।
পঞ্চাক্ষ রমিদং পুন্যং য়ঃ পঠেচ্ছিব সন্নিধৌ
শিবলোকমবাপ্লোতি শিবেন সহ মোদতে ।।