স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন বিনা অপরাধে কোনো ব্যক্তি শত্রুতা করে বিষ দিয়ে মারতে চাইলে, ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে মারতে চাইলে, মারাত্নক অস্ত্র দিয়ে আক্রমন করলে, ধনসম্পদ লুঠ করলে, জোর করে জায়গা জমি দখল করলে, এবং বিবাহিত স্ত্রীকে চুরি করলে, এই ধরনের শত্রুদের অবিলম্বে হত্যা করার নির্দেশ শাস্ত্রে বলা আছে, তাই এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। এই ধরণের শত্রুদের সমূলে বিনাশ করতে হয়।